বগল ও ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায়

3827

শরীরের বিভিন্ন অংশ নানা কারণে কালো হয়ে থাকে। সবচেয়ে বেশি মন খারাপের কারণ হলো বগলের নিচের কালো দাগ। মুখের ত্বকের জন্য আমরা কতো কিছুই না করে থাকি।

কিন্তু বগলের কালো দাগ দূর করতে খুব একটা মাথা ঘামানো হয় না। যার কারণে সবসময় সম্পূর্ণ হাত ঢেকে থাকে তেমন পোশাক পরতে হয়। বাজারে বিক্রিত ত্বক ফর্সাকারি প্রসাধনীর বাজারও ছেয়ে গেছে নকলে। যা ত্বকের ক্ষতি করে বেশি।

ত্বকের যেকোনো ধরণের যত্নে ঘরোয়া উপাদানের বিকল্প নেই। হাতের কাছে পাওয়া প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে খুব সহজেই রূপচর্চা করা যায়, এছাড়াও ত্বকের নানা সমস্যার সমাধান করে ফেলা যায় নিমিষেই।

এখন যে প্যাকটির কথা জানাবো তা তৈরি করা খুবই সহজ। সেই সাথে বগলের নিচের কালো দাগ দূর করতে ব্যাপক কার্যকরী। তৈরি করাও যাবে সহজলভ্য কিছু পণ্য দিয়েই।

প্যাকটি তৈরিতে যা যা লাগবে,

বেকিং সোডা- ২ টেবিল চামচ

লেবুর রস- ২ টেবিল চামচ

দানাদার চিনি- ২ টেবিল চামচ

যেভাবে তৈরি করতে হবে,

উপকরণগুলোকে একত্রে ভালোভাবে মেশাতে হবে। ততোক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ভেতরে ছোট ছোট বুদবুদ দেখা যাচ্ছে। বুদবুদগুলো মিশে গেলে তবেই প্যাকটি তৈরি। খেয়াল রাখতে হবে প্যাকটি যেনো খুব বেশি তরল না হয়, আবার খুব বেশি ঘন না হয়।

প্যাকটি তৈরি হলে বগলের নিচে লাগাতে হবে। ১০ মিনিট রেখে, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

মনে রাখতে হবে, ওয়াক্সিং বা শেভ করার পরে সাথে সাথে এ প্যাকটি ব্যাবহার করা যাবে না। প্যাকটি ব্যবহারের পূর্বে অবশ্যই বেকিং সোডা থেকে অ্যালার্জি রয়েছে কিনা তা জানার জন্য শরীরে অ্যালার্জি পরীক্ষা করে নিতে হবে।

দাগ দূর করার উপায়- অনেকেই ঘাড়ে কালো দাগের সমস্যায় ভোগেন। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, হঠাৎ ওজন বাড়া বা কমে যাওয়া, ডায়াবেটিস ইত্যাদি ঘাড়ের কালো দাগের কারণ।

ঘাড়ের কালো দাগ দূর করতে দুটি উপায়ের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

অ্যালোভেরা

ঘাড়ের কালো দাগ দূর করতে অ্যালোভেরা খুব চমৎকার একটি উপাদান। ‌অ্যালোভেরা ত্বকের উজ্জ্বলতায় বাড়ায়। এটি ত্বকের ময়েশ্চারাইজার হিসেবেও ভালো।

১. অ্যালোভেরার পাতা থেকে জেল বের করুন।

২. জেলটি সরাসরি ঘাড়ে লাগান এবং ধীরে ধীরে ম্যাসাজ করুন।

৩. ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৪. ভালো ফলাফলের জন্য প্রতিদিন একবার এ পদ্ধতি অনুসরণ করুন।

কাঠবাদাম

কাঠবাদামের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল। এটি ত্বকের পুষ্টি ধরে রাখতে কাজ করে। এটি ত্বককে স্বাস্থ্যকর রাখে। ঘাড়ের কালো দাগ দূর করতে কাঠবাদাম ও দইয়ের স্ক্রাব তৈরি করতে পারেন।

১. কাঠবাদাম গুঁড়া করে নিন এবং একে দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

২. ঘাড়ের কালো অংশে এটি মাখুন। হালকাভাবে কয়েক মিনিট ঘষুণ এবং শুকাতে দিন।

৩. এবার গোলাপ জল বা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. সপ্তাহে অন্তত দুবার এ পদ্ধতি অনুসরণ করুন।