তেরো বছরের কিশোরী। সবেমাত্র জেএসসি পরীক্ষা শেষ হয়েছে। মা-বাবা দুজনেই চাকরি করেন। দিনের বেশির ভাগ সময় তাকে বাসায় একা থাকতে হয়।
নিঃসঙ্গতা দূর করতে প্রতিবেশীর বাসায় গিয়ে এক আপুর সঙ্গে সময় কাটাতেন। ওই বাসায় আসা-যাওয়া করতেন আরেক তরুণ।
কিশোরীকে দেখে ভালো লেগে যায় তার। চতুর তরুণ ও সেই আপুর চাপাচাপিতে বা’#’ধ্য হয়েই সম্পর্কে জড়ান কিশোরী।
এক বছরের মধ্যেই তারা শা#রী#রিক সম্পর্কে জড়ান। চতুর তরুণ গো#পনে শা’#’রী”রি”ক সম্পর্কের ভিডিও ও বেশকিছু খো’#’লা”মে”লা ছবিও তুলে রাখে। তার কিছুদিন পর সে কানাডা চলে যায়।
পরে সেখান থেকেই গোপনে ধারণ করা ভিডিও ও ছবি দিয়ে ব্ল্যা#”ক”#মে”ই”লিং শুরু করে কিশোরীর সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভা’#’ই’##রা”ল ও প#”র্নো”গ্রা’#’ফি সাইটে আপলোড করার ভ#”য় দেখিয়ে কিশোরীকে তার হাতের কব্জায় আনে।
ফ্যান্টাসি করার জন্য হু#ম#কি#র মুখে প্রথমে তার মামার শ’#য্যা#’স’ঙ্গী করে কিশোরীকে। পরে তার বন্ধু ও চাচাতো ভাইদের শ’#য্যা#’স’ঙ্গী হতে চাপ সৃষ্টি করে। কিশোরী তার কথামতো কাজ না করাতে সেই গোপন ভিডিও ও ছবি প’#’র্নো”গ্রা#”ফি সাইটে আপলোড করে দেয়।
সামাজিকভাবে বি#প#র্য#স্ত কিশোরী তার পরিবারকে সব কথা খুলে বলে। পরে পুলিশের শরণাপন্ন হলে থানায় মামলা হয়। ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ৮ই মার্চ ঢাকার পল্লবী থানায় নারী ও শিশু নি’#’র্যা’#’ত”ন দ#ম#ন আইন এবং প#”র্নো”#গ্রা”#ফি আইনে তার প্রেমিক ফাহাদ হোসেন ও তার মামা মো. সিফাতের বিরুদ্ধে মা”ম”লা করেছেন।
সোমবার বিকালে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার স্পেশাল ক্রা#’ই#’ম বিভাগের ওয়েব বেইজড ক্রা#ই#ম ইনভেস্টিগেশন টিম অভিযুক্ত মো. সিফাতকে গ্রে’#’প্তা”র করে।
সিফাত ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) হোটেল ম্যানেজম্যান্ট ও ট্যুরিজমের বিভাগের শিক্ষার্থী। মামলার প্রধান আসামি প্রেমিক ফাহাদ হোসেন কানাডা থাকায় তাকে এখনই গ্রে’#প্তা’#র করা সম্ভব হয়নি। ফাহাদ ও সিফাত সম্পর্কে মামা-ভাগ্নে।
ভুক্তভোগী তরুণী বলেন, ২০১৬ সালের ডিসেম্বরে আমার জেএসসি পরীক্ষা শেষ হয়েছিল। বাবা-মায়ের সঙ্গে নতুন বাসায় উঠেছি। আমি যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমার বিয়ের জন্য একটি ছেলে ঠিক করে রেখেছিলেন।
১৩ বছর বয়সে সিদ্ধান্ত নেই আমি ওই ছেলেকে বিয়ে করবো না। কিন্তু বাবা-মা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন। বাবা-মা কর্মস্থলে চলে গেলে পল্লবী থানা এলাকার ভাড়া বাসায় আমি নিঃসঙ্গ হয়ে যেতাম।
তাই গল্প করার জন্য পাশের ফ্ল্যাটে যেতাম। ওই ফ্ল্যাটে একজন আপু থাকতেন। ওনার দূরসম্পর্কের খালাত ভাই ফাহাদ তাদের বাসায় আসা- যাওয়া করতো। আমাকে দেখে ফাহাদের ভালো লেগে যায়।
আপুর মাধ্যমে আমাকে প্রেমের প্র#স্তা#ব করে। আমি রাজি হইনি। ফাহাদ হাল ছাড়েনি। আপুর মাধ্যমে আমাকে বারবার প্রস্তাব করে যাচ্ছিলো। আপু আমাকে রাজি করানোর জন্য তাদের বাসায় গেলেই কানের কাছে ঘ্যান ঘ্যান করতেন।
ফাহাদের নানা প্রশংসা করে বলতেন একবার যেনো ফাহাদের সঙ্গে কথা বলে দেখি। যদি ভালো লাগে পরে না হয় সম্পর্কে জড়াবো। একসময় আমার আর ফাহাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। কিছুদিন পর ফাহাদ তার মামার বাসায় আমাকে বেড়াতে নিয়ে যায়।
সেখানে গিয়ে আমার সঙ্গে শা’#রী’#রি’#ক সম্পর্ক করে। ওইদিনই সে গো#প#নে আমাদের শা’#রী#’রি’ক স#ম্পর্কের ভিডিও ও ছবি তুলে রাখে। ২০১৮ সালে ফাহাদ স্টুডেন্ট ভিসায় কানাডা চলে যায়। কানাডা যাবার সময় আমি আমার পরিবারকে বলেছিলাম একটা ভালো ছেলে আছে। আমার পরিবার রাজি হয়।
কিন্তু ফাহাদ কানাডা চলে যাওয়ায় তখন বিয়ে করা সম্ভব হয়নি। কথা ছিল দু’বছর পরে দেশে এসে আমাকে বিয়ে করবে। কিন্তু সে কানাডা যাওয়ার পরপরই আমার ইনবক্সে কিছু ভিডিও ও ছবি পাঠায়।
আমি চমকে উঠি। আমাকে বলে আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেয়ার জন্য। আমি দিতে চাইনি। একপর্যায়ে আমাকে হু#’ম#’কি দেয়। ছবি ও ভিডিও ফেসবুক ও প#র্নো#গ্রা#ফি সাইটে দিয়ে দেবে। এমনকি আমার ঘনিষ্ঠজনের কাছে পাঠাবে।
তখন আমার ছবি ও নাম ব্যবহার করে ফাহাদ ভু#য়া ফেসবুক ও ইনস্টাগ্রামের আইডি খুলে। এসব আইডি থেকে আমার পরিচিতদের রিকুয়েস্ট পাঠায়। তার উদ্দেশ্য ছিল ভিডিও ও ছবি তাদের কাছে পাঠানো।
পরে আমি বা#ধ্য হয়ে তাকে পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড নিয়ে সে আমাকে বলে আমি তোমার ফিউচার হাজবেন্ড। দেশে এসে তোমাকে বিয়ে করবো। কিন্তু তার আগে আমার কিছু ফ্যান্টাসি আছে সেগুলো তোমাকে পূরণ করতে হবে।
ফ্যান্টাসি কি জানতে চাইলে সে বলে, আমার মামা সিফাতের সঙ্গে শা#’রী#’রি’ক সম্পর্ক করতে হবে আর আমি সেটা ভিডিও কলে দেখে ম#জা নেবো। আমি তার এই কথা মেনে নিতে পারিনি। আমার অপারগতার কথা শুনে ফের ভিডিও ও ছবির হু’#’ম#”কি দেয়। আমি তাকে অনুরোধ করি যাতে ভা#’ই’#রা’ল না করে।
সে যা বলবে- আমি তাই শুনবো। একপর্যায়ে আমি সিফাতের বাসায় যাই। শা#রী#রি#ক সম্পর্ক করার সময় ফাহাদ কানাডা থেকে ভিডিও কলে সেই দৃশ্য দেখে স্কিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে রাখে। পরে সেগুলো আবার আমার কাছে পাঠায়। সিফাতের সঙ্গে শা#রী#রি#ক সম্পর্ক করে রেহাই মিলেনি আমার।
তারপর ফাহাদ তার চাচাত ভাই ও আরো এক বন্ধুর বাসায় যাবার কথা বলে। আমার রা#’গ এতে বেড়ে যায়। তার মানসিক নি”#র্যা’#’ত’#’ন আর এরকম উদ্ভট আবদার আমি আর মেনে নিতে পারছিলাম না। পরে তাকে জানিয়ে দেই তার যা মনে হয় তা করার জন্য।
একসময় তার কাছে থাকা আমার ভিডিও ও ছবি বিভিন্ন প’#’র্নো#”গ্রা#”ফি সাইটে আপলোড করে দেয়। আমার বন্ধু ও বান্ধবীরা সেটি দেখে আমাকে বলে কি রে তোর ছবি ও ভিডিও বিভিন্ন লিংকে দেখা যাচ্ছে। উপায়ন্তর না পেয়ে বিষয়টি আমার পরিবারকে জানিয়ে মামলার সিদ্ধান্ত নেই।
ডিবি’র ওয়েব বেইজড ক্রা’#’ই”#ম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আশরাফ উল্লাহ মানবজমিনকে বলেন, সিফাতকে প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদ করেছি।
সে জানিয়েছে, ফাহাদের কথা রাখতেই ওই কিশোরীর সঙ্গে শা’#রী’#রি#’ক সম্পর্ক করেছে। ফাহাদের কাছে ছোটবেলায় সিফাত নিজেও ম#লে#স্টিং#য়ে#র শি#”কা”#র হয়েছিল। আমরা সিফাতের মোবাইল থেকে অনেক তরুণীর নুড ভিডিও ও ছবি পেয়েছি।
অন্তত ৬ জন তরুণীর সঙ্গে শা#”রী’#’রি#”ক সম্পর্ক করে ভিডিও ধারণ করেছে। তিনি বলেন, বিদেশে থাকায় ফাহাদকে গ্রে#প্তা#র করা যায়নি। কিশোরীর সঙ্গে এই ঘটনার মূলহোতা ফাহাদ। প#”র্নো#”গ্রা’#’ফি সাইটে কিশোরীর নু”#ড ভিডিও দিয়ে তাকে সামাজিকভাবে হে#”য় করেছে।
ঢাকা মহানগর গো#য়ে#ন্দা সংস্থার অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার মানবজমিনকে বলেন, কিশোরী মেয়েটিকে বিভিন্ন ধরনের শা#রী#রি#ক ও মা#নসিকভাবে নি’#’র্যা#”ত#”ন করে সাইবার ব্ল্যা#”ক#”মে#”ই#”লিং করা হয়েছে। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।
উঠতি বয়সী মেয়েরাই বেশি শি’#’কা#”র হচ্ছে। কেউ জেনেশুনে আবার কেউ অসাবধানতাবশে। তাই স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের স#তর্ক হতে হবে। এ”কা”ন্ত ছবি ও ভিডিও আদান-প্রদানে সাবধান হতে হবে।
যদি মনে হয় ব্ল্যা”#ক”#মে#”ই”লে”র শি#কা#র হয়ে যাবেন তবে আইনশৃঙ্খলা র#ক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তিনি বলেন, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে এমন ঘটনার প্রেক্ষিতে দুটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ওপর আসামি কানাডায় আছে। তাকে আইনি প্রক্রিয়ায় আনার চেষ্টা করা হবে। সুত্র: দৈনিক মানবজমিন