যাদের শরীরে এই ৪টি চিহ্ন আছে, তারা ভবিষ্যত কোটিপতি

3271

ধনী হতে কে না চায়? সকলেই চায় বেশি টাকা রোজকার করতে। জ্যোতিষশাস্ত্র মতে মানব শরীরের বিভিন্ন অঙ্গের কিছু চিহ্নকে অত্যন্ত শুভ বলে মানা হয়।

এই ধরনের চিহ্ন থাকলে তা ভাগ্য পরিবর্তনের সংকেত বলে মনে করা হয়।

১) হাতের তালুর মাঝখানে যদি টমর, রথ, চক্র, তীর বা পতাকা চিহ্নিত থাকে তবে তারা খুব ভাগ্যবান হয়। এরা ব্যবসায়িক দিক থেকে শুরু করে চাকরি, সব কিছুতেই সফল হয়।

তাদের বিবাহিত জীবন সব সময় প্রেমময় হয়। তারা যে কাজই শুরু করুক না কেন তাতেই তারা সাফল্য লাভ করে। পরিবারের সবার কাছে এরা ভীষণ প্রিয় হয়।

২) মানুষের শরীরে তিল থাকা খুব সাধারণ একটা ব্যাপার। যদি এই তিল আপনার হাতের তালুতে উপস্থিত থাকে তাহলে এটি আপনার জন্য খুব উপকারী।

তালুর মাঝখানে তিল থাকা ব্যাক্তিরা খুব ধনী হয়। তারা সমাজে সম্মানিত এবং প্রতিষ্ঠিত হয়। তাদের জীবনে অনেক সংগ্রাম করতে হত আর তারা সফল হয়। তাদের সঙ্গীর প্রতি তাদের আলাদাই স্নেহ থাকে।

৩) যাদের পায়ে পদ্ম চিহ্ন বা চক্র চিহ্ন থাকে তাদের ধনসম্পদের কোন ক্ষতি হয়না। এই মানুষেরা প্রচুর ধন সম্পদ ও জমি জায়গার সুখ ভোগ করে।

তারা শিশুদের খুব ভালোবাসে, এরা অন্য মানুষের উপর নিজের আদেশ চালানো পছন্দ করে। এরা খুব ভালো মনের মানুষ হয় এবং খুব অল্প সময়ে কারোর হৃদয় জয় করতে পারে।

৪) যাদের পায়ের তলায় তিল থাকে তাদের সেরা শাসক বলে মনে করা হয়। এই মানুষরা জীবনে সব ধরনের সুখ পায়। এরা জীবনে স্বাধীন ভাবে চলতে ভালোবাসে।

তারা নিজেদের লক্ষ্যে পৌঁছনোর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে ভালোবাসে। টাকার ক্ষেত্রে এরা খুব ভাগ্যবান হয়। এরা নিজেদের পিতামহ এবং মাতামহের কাছ থেকে অনেক সম্পদ আশীর্বাদ রূপে পেয়ে থাকে।

এছাড়া তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার দেখে নেওয়া যাক 

১) যে সব জাতক-জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়। 

২) গালে তিল থাকলে সে দরিদ্র হয়। 

৩) যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমতলব আঁটে। 

৪) যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবাণ হয়ে থাকে। 

৫) উপরের ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ন। 

৬) নীচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী। 

৭) নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতির। 

৮) নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য।  

৯) নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবাণ হয়ে থাকে। 

১০) ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল। 

১১) বাম ভ্রুতে তিল থাকলে তারা সব সময় কু চিন্তায় লিপ্ত থাকে। 

১২) যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী হয়ে থাকে। 

১৩) যাদের চিবুকে তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থির মতি সম্পন্ন হয়। 

১৪) গলার নীচের দু-পাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে। 

১৫) চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকে। 

১৬) ঠোঁটের নীচে তিল থাকলে সে হয় প্রেমিক। 

১৭) যে সব জাতকের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী, সাহসী, সৌভাগ্যবাণ ও উদার। 

১৮) ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয়। 

১৯) বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎ কর্মে লিপ্ত হতে পারে। 

২০) যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী।

২১) যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজনবিলাসী ও পেটুক। 

২২) ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয়। 

২৩) বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয়। 

২৪) কানে তিল থাকলে সে বিদ্বান ও সৌভাগ্যশালী হয়। 

২৫) বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয়। 

২৬) ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবাণ হয়।